যশোর কেশবপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাতিজার সংবাদ সম্মেলন

Share

যশোর অফিস
যশোরের কেশবপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে চাচার অত্যাচার, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন মোঃ অহিদুজ্জামান নামে এক যুবক।আজ বুধবার (৬ নভেম্বর) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে অহিদুজ্জামান জানান, তিনি কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভোগতি নরেন্দ্রপুর গ্রামের মৃত এরফান আলী সরদারের ছেলে। তার দাদার পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে পাওয়া ৫ শতক জমি তার চাচা আবু বকর ছিদ্দিক বিক্রি করে দেন। পরে স্থানীয় সালিশের মাধ্যমে অন্য জায়গায় তাকে ৫ শতক জমি বুঝিয়ে দেওয়া হলেও এখন সেটিতে ভোগদখলে যেতে দিচ্ছেন না চাচা। বরং তাকে গালিগালাজ, মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে দাবি করেন তিনি।
অহিদুজ্জামান অভিযোগ করেন,তার চাচা নিজেকে সাংবাদিক ও জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দেন। সম্প্রতি চাচার সঙ্গে কিছু আলোচিত ব্যক্তিও তার জমিতে গিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তাদের মধ্যে রয়েছেন জামাল বাহিনীর সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু,শামীম আক্তার মুকুল (কৃষকলীগ নেতা দ্বীন ইসলামের ছেলে), রুস্তম আলী (কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের গাড়ি ভাঙচুর মামলার অভিযুক্ত)ওতুহিন হোসেন।
তিনি আরও বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে আমি চরম আতঙ্কে রয়েছি। যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি হতে পারে।”
সংবাদ সম্মেলনে অহিদুজ্জামান যশোর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

Read more