যশোরে প্রেমের কাহিনী আত্মহত্যা করল কলেজ ছাত্রী মরিয়ম

Share

যশোর অফিস 
যশোরের অভয়নগর উপজেলায় প্রেমঘটিত অভিমান থেকে মরিয়ম খাতুন (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৫ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম হিদিয়া গ্রামের মোশারেফ মোল্লা ও রেহেনা বেগমের মেয়ে এবং পল্লীমঙ্গল ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,ওই রাতে আব্দুর রহমান নামে এক ব্যক্তি ফোন করে মরিয়মের পিতাকে জানান যে, তার মেয়ে গলায় দড়ি দিচ্ছে। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজায় নক করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন। বাঁশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাইসুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
পুলিশ ও পরিবারের বরাতে জানা যায়, আব্দুর রহমান নামে এক যুবকের সঙ্গে মরিয়মের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক মাস আগে ছেলেপক্ষ বিয়ের প্রস্তাব নিয়ে মরিয়মের বাড়িতে গেলেও তার বাবা-মা রাজি হননি। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। বুধবার রাতে অভিমান থেকে সে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে।
অভয়নগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Read more