যশোর অফিস
যশোরের কচুয়া ইউনিয়নের রায়মানিকে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রিমস স্কুল অন্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষাবোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা এ এস এম জিল্লুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার এম রবিউল ইসলাম। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বড় ভূমিকা রাখতে হবে। পাঠদানে সৃজনশীল হতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা ও পাঠদানের পদ্ধতি পরিবর্তন হয়েছে। শিক্ষকদের আপডেট হতে হবে। শিক্ষকরাই পারেন একজন শিক্ষার্থী ভবিষ্যৎ পরিবর্তন করতে।