যশোর অফিস
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার চাঁচড়ার নতুনহাট ও তপস্বীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের আনসার আলীর ছেলে মো. সাকিল হোসেন (২৩),সদর উপজেলার পোলেরহাট গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. শিমুল হোসেনকে (৩০) আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের মাধ্যমে সাকিল ও শিমুলকে পৃথকভাবে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।