যশোরে ইট দিয়ে মেরে নারীর মাথা থেঁতলে দিলো যুগল

Share

যশোর অফিস
যশোরে বিদ্যুতের মিটার নিয়ে কথা-কাটাকাটির জেরে এক নারীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। আহত শিলা শহরের বারান্দীপাড়ার রাজুর স্ত্রী। বর্তমানে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনেরা জানান,রোববার দুপুরে গিয়াসউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া টিটু ও তার স্ত্রী শিখা বৈদ্যুতিক মিটার নিয়ে শিলার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে টিটু ও শিখা মিলে শিলাকে ইট দিয়ে আঘাত করলে তার কপালে রক্তাক্ত জখম হয়। তার মেয়ে লাবনী এলে তাকেও মারধর করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আহত শিলাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিলার মেয়ে পিংকি বলেন,টিটু এলাকার চিহ্নিত মাদক কারবারি। এছাড়া তিনি পাসপোর্ট অফিসে দালালি করেন। পাশাপাশি বসবাসের কারণে তার মা মাদক বিষয়ে বাধা দেন। এতেই টিটু ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারই জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Read more