পুরুষ ও নারী জাতীয় কাবাডি প্রতিযোগিতা ফাইনালে যে যে জেলা

Share

যশোর অফিস 
যশোর: জাতীয় কাবাডি প্রতিযোগিতার রূপসা জোনের (খুলনা বিভাগ) সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে স্বাগতিক যশোরের নারী ও পুরুষ দল। বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত খেলায় নারী দল হারে ঝিনাইদহের কাছে এবং পুরুষ দল হারে খুলনার কাছে।
পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা ৪৩-২৫ পয়েন্টে হারায় নড়াইলকে। ম্যাচের প্রথমার্ধে ২৫-১১ এগিয়ে ছিল সাতক্ষীরা। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করলেও নড়াইল ফিরে আসতে পারেনি।
অপর সেমিফাইনালে স্বাগতিক যশোরকে ৩৩-২৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা। যদিও প্রথমার্ধে ১৭-১০ পয়েন্টে এগিয়ে ছিল যশোর, কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে খুলনা।
নারী বিভাগে নড়াইল ৮৪-৭ পয়েন্টে কুষ্টিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অপর সেমিফাইনালে ঝিনাইদহ ৬২-১৫ পয়েন্টে পরাজিত করে স্বাগতিক যশোরকে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হবে নড়াইল ও ঝিনাইদহ। এক ঘণ্টা পর পুরুষ বিভাগের ফাইনালে খেলবে খুলনা ও সাতক্ষীরা।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার পর্দা নামবে আজ।

Read more