যশোর অফিস
যশোর রেলওয়ে স্টেশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও বিশেষ বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় খুলনা ও যশোরে পৃথক দুটি মামলা হয়েছে।
১৬ আগস্ট রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে বিশেষ বাহিনীর এক দম্পতির কেবিনে ভুল করে ঢুকে পড়েন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান। এ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির পর যশোর স্টেশনে নেমে উভয়পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হন এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
১৮ আগস্ট বিশেষ বাহিনীর এক নারী কর্মকর্তা খুলনা জিআরপি থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। পরে ২১ আগস্ট উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহম্মেদ সাকিব যশোর আদালতে বিশেষ বাহিনীর এক দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দুটি মামলাই আদালত এজাহার হিসেবে গ্রহণ করেছে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন।