শিক্ষাকে বহুমাত্রিক জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে তুলে ধরতে প্রকাশিত হলো ইসলামিক স্টাডিজ ক্লাব

Share

যশোর অফিস 
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বুধবার (২৭ আগস্ট) ইসলামিক স্টাডিজ বিভাগের এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করল ইসলামিক স্টাডিজ ক্লাব। শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে বহুমাত্রিক রূপে প্রসারিত করা, নৈতিক ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা এবং সৃজনশীলতার বিকাশ ঘটানোই ক্লাবটির প্রধান উদ্দেশ্য। ক্লাবটি মোট ১৩টি লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে।
এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা, আবৃত্তি, গবেষণা, লেখালেখি, বিতর্ক,উপস্থাপনা, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার, হামদ, নাত, ল্যাংগুয়েজ ক্লাব কার্যক্রম, খেলাধুলা ও কবিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ, ইতিহাস বিভাগ কর্তৃক পরিচালিত ইতিহাস ক্লাবের সভাপতি আল শাহারিয়ার ইমন এবং ইসলামিক স্টাডিজ ক্লাবের অন্য সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামিক স্টাডিজ ক্লাব শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও নৈতিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা আশা প্রকাশ করেন, এই ক্লাব ভবিষ্যতে কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Read more