রাজস্ব বোর্ডের ২২৫ কর পরিদর্শকে একইসঙ্গে বদলি

Share

ঢাকা অফিস : 

সরকারি এনবিআরের ২২৫ জন কর পরিদর্শককে একই সঙ্গে বদলি করা হয়েছে।

আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় (রাজস্ব বোর্ড) এতে সই করেন বোর্ডের (সচিব) মো. আনিসুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর বিভাগের ২২৫ কর পরিদর্শককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়) কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো, জনস্বার্থে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এরই আগে গত ১৮ই আগস্ট একযোগে ১৩১ জন সহকারী কর কমিশনারকে বদলি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর পরই ১৯ই আগস্ট ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়।

২০ই আগস্ট ৫৩ অতিরিক্ত সহকারী কর কমিশনারকে বদলি করা হয়, এই ছাড়া ২০ আগস্ট পৃথক প্রজ্ঞাপনে ৬৩ কর পরিদর্শককে অতিরিক্ত সহকারী কর কমিশনার পদে পদায়ন দিয়ে বদলি করা হয়।

Read more