যশোর অফিস
যশোর সদর উপজেলার হামিদপুর বাজারে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টা করতে গিয়ে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাত ৯টার দিকে মামুনের অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো আড়পাড়ার রেন্টু ও জামরুলতলার সবুজ। তবে মূল হোতা রাজারহাট ধোপাপাড়ার ফিরোজ পলাতক রয়েছে। স্থানীয়রা জানান, চোরাই রিকশা বিক্রিকে কেন্দ্র করে ফিরোজ ও তার সহযোগীরা মামুনের কাছে টাকা দাবি করে এবং ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয় দেখায়। এ সময় এলাকাবাসী ধরে দুইজনকে গণধোলাই দেয়।
খবর পেয়ে চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।