যবিপ্রবি প্রশাসনের স্পষ্টীকরণ

Share

যশোর অফিস 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল রাখতে কিছু কুচক্রি ও স্বার্থান্বেষী মহল মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। নিজেদের হীন স্বার্থে এসব মহল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়,যেকোনো ঘটনার গঠনমূলক সমালোচনা ও সঠিক তথ্য প্রকাশে তারা সবসময় আন্তরিক।গঠনমূলক সমালোচনা প্রশাসনের কাজকে গতিশীল ও স্বচ্ছতা নিশ্চিত করে। তবে অমূলক, ভিত্তিহীন ও মিথ্যা গল্প বানিয়ে প্রশাসনকে হেয় করা কখনোই সমীচীন নয়।
যবিপ্রবি প্রশাসন আরও জানায়,এধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ কেবল সাংবাদিক ও সংবাদপত্রের সুনামই ক্ষুণ্ন করে না, সাধারণ মানুষও বিভ্রান্তির শিকার হয়। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

Read more