জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেড়েছে খুন, ধর্ষণ, মাদকাসক্ত ও সড়ক দূর্ঘটনা

Share

যশোর প্রতিনিধি _
যশোরের সার্বিক অপরাধ প্রবনতা হ্রাস পেলেও বেড়েছে খুন, ধর্ষণ, মাদকাসক্ত ও সড়ক দূর্ঘটনা, পরিস্থিতি দিন দিন মারাতক আকার ধারন করছে। এছাড়া চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিটকে আরো সক্রিয় হওয়ার আহবান জানানো হয়।
এ ছাড়া গ্রাম আদালত ও মোবাইল কোর্টের কার্যক্রম গতিশীল করার ওপর জোর দেওয়া হয়। গতকাল জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব তথ্য প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলআ ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলাম। সভায় যশোর জেলা বিএনপির সভাপতি ও পিপি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক গোলাম কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত,৪৯ বিজিবি যশোরের অধিনায়ক, সোনাবাহিনীর যশোর ক্যাম্পের ইনচার্জ, র‌্যাব-৬ যশোরে সিপিসি-৩ এর কমান্ডার, যশোর বাস মালিক সমতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাবলু,বীর মুক্তিযোদ্ধ এএইচএম মুযহারুল ইসলাম মন্টুসহ জেলার আইন শৃঙ্খলা কমিটির সকল স্তরের সদস্যবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার। সভার শুরুতে সভাপতি তার স্বাগত বক্তৃতায় জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে স্বস্ব অবস্থান থেকে সঠিক ভাবে দায়িত্বপালনের আহবান জানান এবং জেলার সার্বিংক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলকে মিলিত ভাবে কাজ করার আহবান জানান। পরে সঞ্চালক গত জুন মাসে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট প্রিজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশনে জানানো হয়, গত জুন মাসে জেলার সার্বিক অপরাধ প্রবনতা গত মে মাসের তুলনায় কিছুটা কমেছে। জুন মাসে জেলায় সর্বমোট ২৫২টি অপরাধ সংঘটিত হয়েছে। যা গত মে মাসের তুলনায় ২৩টি কম।
গত মে মাসে জেলায় মোট ২৭৫টি বিভিন্ন প্রকারের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হয়েছিল। যা গত বছরের একই মাসের তুলনায় ১৮টি কম। গত ২০২৪ সালের জুন মাসের জেলায় সংঘটিত মোট অপরাধের সংখ্যা ছিল ২৯৩টি।
সভায় জানানো হয় গত জুন মাসে জেলায় ৮টি খুন, ১০টি ধর্ষন,১৭টি নারী নির্যাতন, ১টি মানবপাচার,৬টি অপহরণ,২টি সিঁধেল চুরি,৪টি গরু চুরি,২টি গাড়ি চুরি,১০টি সড়ক দূর্ঘটনা,ও ১০৯টি অন্যান্য অপরাধ সংঘটিত হয়েছে।
এছাড়া ৭১টি মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের ঘটনা ঘটেছে গত জুন মাসে। এই মাসে অস্ত্র আইনে মামলা হয়েছে ২টি এবং চোরাচালান আইনে মামলা হয়েছে ৮টি। তবে প্রকৃত সার্বিক অপরাধ প্রবনতা প্রকাশিত তথ্যের চেয়ে বেশি বলে সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামতে ব্যক্ত করেন।
সভায় জানানো হয় গত জুন মাসে জেলার ৮টি উপজেলার ৯৩টি গ্রাম আদালতে ২২০টি মামলা দায়েরের ঘটনা ঘটেছে। এর আগের ১৮৯টি মামলাসহ এসব আদালতে পেন্ডিং মামলার সংখ্যা ছিলো ৪০৯টি। এর মধ্য থেকে ২০৫টি মামলা নিষ।পত্তি করা হয়েছে। এসব মামলার ঘটনায় ২৩ লাখ ৬৯ হাজার ৫৫০/- টাকা ক্ষতিপূরণ বাবদ আদায় করা হয়েছে। এই সময়ে বিচারযোগ্য নয় বলে ১৩টি মামলা গ্রাম আদালত থেকে খারিজ করে দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে গত মাসে জেলায় ১২৪টি অভিযান পারিচালনা করা হয়। এসব অভিযানে সরকারী বিধিবিধান অমান্য এবং আইন লংঘনজনিত কারনে ২০০টি মামলা রুজু করা হয়। এসব মামলায় মোট আসামীর সংখ্যা ২০৬ জন। এসব মামলঅ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ লাখ ৮০ হাজার ৬৬০/- টাকা জরিমানা আদায় করে সরকারের কোষাগারে জমা করা হয়েছে। এছাড়া জেলার অন্যান্য সকল বিষয়সহ সার্বিক অপরাধ প্রবনতা হ্রাস পেলেও এসিড সন্ত্রাস, খুন ,ধর্ষন ও সড়ক দূর্ঘনার মোত ঘটনা বেশি ঘটায় সভা থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।
পরে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করে উপস্থিত সদস্যরা প্রতিটি আইন শৃঙ্খলা কমিটির সভায়
সড়কের উপর বাস দাঁড় করিয়ে রাখা,
লাইসেন্সবিহীন ডায়াগনষ্টিক সেন্টার ও হসপিটালের স্বাস্থ্য সেবার মান, মাদকদ্রব্যের সহজলভ্যতা, কিশোর গ্যাং, মরনাস্ত্র চাকুর অবাধ বেঁচাকেনা, অবাধে চাঁদাবাজিসহ নানান ইস্যুতে কথা বলেন।
পরে এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের আশা প্রদানসহ জেলার পুলিশ প্রশাসন, বিজিবি, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের দায়িত্বশীলদের আরো সক্রিয় হওয়ার আহবান জানিয়ে সভার সভাপতি সভা শেষ করেন।

Read more