যশোর প্রতিনিধি _
যশোরের এমএম কলেজে বহিরাগতদের হামলায় দুই শিক্ষার্থী আগত হয়েছেন, এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে।
আটককৃতরা হলেন, রুপদিয়া উত্তরপাড়ার ইউনুস আলীর ছেলে ইমরান আল মাসুদ বুখারী ও কাজীপাড়া মানিকতলা এলাকার বাসিন্দা ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভেল্লাবাড়িয়া গ্রামের দেলোয়ার খন্দকারের ছেলে সাজ্জাদ খন্দকার।
এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।