যশোর বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা মুনজুর রশিদ স্বপনকে শোন এ্যারেষ্ট 

Share

যশোর প্রতিনিধি _
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও জহুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপন (৬৪)কে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যোন এ্যারেষ্ট দেখানো হয়েছে।
ইতিপূর্বে যশোর কোতয়ালি থানা এলাকার একটি নাশকতা মামলায় তিনি গ্রেফতার হয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তিনি বাঘারপাড়া উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত শওকত ফরাজীর ছেলে ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন রোববার ১৩ জুলাই মুনজুর রশিদ স্বপনকে শোন এ্যারেষ্ট দেখিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছে। মুনজুর রশিদ স্বপন বিগত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বেলা ১১ টার সময় যশোর কোতয়ালি থানাধীন বালিয়াডাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে চিহ্নিত আসামীসহ অজ্ঞাতনা্মা ২৫০/৩০০ জন সন্ত্রাসী জোরপূর্বক হাতে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত,বোমা লাঠি সোটা, ডিআই পাইপসহ অনধিকার প্রবেশ করে আসামী ডেঞ্জার দিপু,মনিরুজ্জামান মনিরসহ ৯৬জনসহ ২৫০ থেকে ৩০০ জন ভোট কেন্দ্রে হামলা বোমাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছে।
উক্ত ঘটনার সাথে মুনজুর রশিদ স্বপন জড়িত এমন তথ্য মামলার তদন্তকারী কর্মকর্তা পেয়েছেন।

Read more