যশোরে ষষ্ঠীতলা পাড়ায় বিপুল হত্যার মামলার প্রধান আসামী বাপ্পিসহ তার সহযোগী আটক

Share

যশোর প্রতিনিধি _

যশোর শহরের ষষ্ঠীতলায় আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার প্রধান আসামি রিয়াজ হোসেন বাপ্পি (২৮) ও তার সহযোগী রাজীব হোসেন (১৯) কে আটকের পর সংবাদ সম্মেলন করেছে র‌্যাব। রোববার বিকেলে র‌্যাব যশোরের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাসেল এ সংবাদ সম্মেলন করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম অভিযান চালায়। রোববার বেলা সাড়ে ১১টায় শহরের চারখাম্বার মোড় এলাকা থেকে বাপ্পিকে আটক করা হয়। পরে তার জিজ্ঞাসাবাদে সহযোগী রাজীবকেও আটক করা হয়।
হত্যার নেপথ্যের কারণ ব্যাখ্যা করে র‌্যাব জানায়, বাপ্পির মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তার স্ত্রী তাকে তালাক দেন। পরে তার স্ত্রী সুমাইয়া বাপ্পির পূর্ব পরিচিত আশরাফুল ইসলাম বিপুলকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বাপ্পি এবং বিপুলকে হত্যার পরিকল্পনা করতে থাকেন। শনিবার রাতে সুযোগ পেয়ে বাপ্পি, রাজীবসহ আরও কয়েকজন মিলে বিপুলকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে বাপ্পি হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছে, তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা হয়নি বলে জানান র‌্যাব অধিনায়ক মো. রাসেল। তিনি আরও জানান, বাপ্পির বিরুদ্ধে একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে শহরের শেখহাটি এলাকায় বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি ওই এলাকার আকতার হোসেনের ছেলে।
এ ঘটনায় নিহতের মা মোমেনা খাতুন কোতোয়ালি থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন, মামলার অন্য আসামিরা হলেন,ষষ্ঠীতলা এলাকার মোস্তর ছেলে রুবেল, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ওলিয়ারের ছেলে রব, শহরের ডালমিল কলাবাগান এলাকার ইমন এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জন। আটক রাজীব মামলার সন্দেহভাজন আসামি। এজাহারভুক্ত আসামিদের মধ্যে তিনজন এখনও পলাতক রয়েছেন।

Read more