যশোর অফিস: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা প্রেস বিজ্ঞপ্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই কমিটি অনুমোদন দেওয়া হয় বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপ থেকে জানা যায়। নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক নাজমুল হাসান ,সদস্য সচিব মাহফুজ আহমেদ,মুখ্য সংগঠক মোজাহিদুল ইসলাম ও মুখপাত্র ইকলিমা ইয়াসমিন ইমা।কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, শিক্ষাঙ্গনে ন্যায় ও সমতার পরিবেশ প্রতিষ্ঠা এবং ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন। এছাড়া সংগঠনের মূলনীতি ও আদর্শ বাস্তবায়নে কমিটি দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়। বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দিয়ে নতুন কমিটির পক্ষ থেকে সবাইকে সংগঠনের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

Read more