চট্টগ্রাম প্রতিনিধি: পুলিশ বলছে, না জানিয়ে পঞ্চমবার বিয়ে করায় চতুর্থ স্ত্রী ক্ষুব্ধ হয়ে আলাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে হত্যা করেছেন। রোববার চট্টগ্রাম নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের মর্জিনার মার কলোনীর দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুড়ি থানার মইন উদ্দিনের ছেলে। গ্রেপ্তার নুর জাহান বাড়িও একই জেলায়। তিনি আলাউদ্দিনের সঙ্গে নগরের হালিশহরে থাকতেন।
পুলিশ জানায়, কয়েক বছর আগে ওই নারীর সঙ্গে আলাউদ্দিনের বিয়ে হয়। তারা নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। আলাউদ্দিন কখনো রিকশা চালাতেন কখনো আবার ইটভাটায় কাজ করে সংসার চালাতেন। আগের তিন স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। দেড় মাস আগে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। তাকে গ্রামের বাড়িতে রাখেন। বিষয়টি সম্প্রতি জানতে পারেন চতুর্থ স্ত্রী। তা নিয়ে দুইজনের মধ্যে কলহ শুরু হয়।
হালিশহর থানার ওসি মনিরুজ্জামান বলেন, শনিবার রাতে তাদের মধ্যে আবার কলহ দেখা দেয়। ভোরের দিকে ক্ষুব্ধ স্ত্রী দা দিয়ে কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন। এরপর পর লাশের পাশেই বিধ্বস্ত অবস্থায় বসে ছিলেন তিনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা গাছিদাও উদ্ধার করা হয়।