যশোর অফিস
যশোরের চৌগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার চৌগাছা বেলে মাঠ নামক স্থানে পাকা সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামের নাহিদ ইসলাম (৫৫)ও টেঙ্গুরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আপন (১৪)।
স্থানীয়রা জানান নাহিদ ইসলাম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালিয়ে পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয় কিশোর আপন। এতে ঘটনাস্থলেই দু’জন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের অবস্থা আশঙ্কাজনক।