যশোরে আওয়ামীলীগ কর্মী মামুন আটক 

Share

যশোর অফিস 
যশোরে মো. মামুন নামের এক আওয়ামীলীগ কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক মামুন যশোর শহরের আরবপুর দিঘীরপাড় এলাকার মৃত আয়ুবের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান, মামুন আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী হলেও বর্তমানে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি আওয়ামীলীগের হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৩ নভেম্বর আওয়ামীলীগের ডাকা দেশব্যাপী লকডাউনের সময় ভোরে যশোরের উপশহর এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে মামুন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তদন্তের ভিত্তিতে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার মামুনকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পত্রিকার রিপোর্ট অনুযায়ী, মামুনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় দোষ প্রমাণিত হলে প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Read more