যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি মোঃ আলমগীর হোসেন (৩১)। তিনি মৃত মোহাম্মদ আলী খাঁর ছেলে। তার বাড়ি যশোর জেলার অভয়নগর নওয়াপাড়ারর মহাকাল এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া পৌরসভার মহাকাল গ্রামে আলমগীর হোসেনের নিজ বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আলমগীর হোসেনকে আটক করে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।