যশোর অফিস
যশোরের চৌগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে উপজেলার বল্লবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আল আমিন (২০)। তিনি চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামের শাহজানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জেরে অসামাজিক কাজের অজুহাতে ডেকে এনে তিনি গুরুতর আহত করেন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান আহতর পরিবারের সদস্যরা।