ভারতীয় যুবতী প্রেমের টানে বাংলাদেশে অবশেষে ফেরত দিল বিএসএফের কাছে

যশোর প্রতিনিধি “ফেসবুকে” পরিচয়ের সূত্র ধরে  বাংলাদেশি এক যুবকের সাথে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে আসা এক তরুনীকে বিজিবি দেশে ফেরত পাঠিয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের রেখায় বৃহস্পতিবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শুন্যরেখায় বিজিবি বিএসএফ এর মধ্যে এক পতাকা বৈঠকের পর হরিদাসপুর বিএসএফের কাছে তরুণীকে তুলে দেওয়া হয় বলে জানান, ২১বিজিবি ব্যটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো.মিজানুর রহমান।

২১বছর বয়সী ওই তরুণী পিংকি সরকার ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে।

২১ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোঃ মিজানুর রহমান বলেন,ভারতের পিংকি সরকারের সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে দুই বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে পিংকি।

তিন দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সাথে অবস্থান করছিলেন পিংকি। এক পর্যায়ে সমর তার এক বন্ধুকে দিয়ে মঙ্গলবার বিকেলে পিংকিকে বেনাপোলে পাঠিয়ে দেয়।পরে সমরের বন্ধু তাকে বেনাপোলে রেখে কৌশলে পালিয়ে যায়।এরপর পিংকি কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা তাকে বিজিবির হাতে তুলে দেয়।

বিজিবি সব ঘটনা বিএসএফকে অবহিত করলে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয় বিএসএফ।বিএসএফ পরে তার পরিবারের হাতে হস্তান্তর করবেন বলে বিজিবি কর্মকর্তা জানান।