মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ বিভিন্ন দাবিতে অবরোধ করেছে (জাবি) শিক্ষার্থীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ বিভিন্ন দাবিতে এই অবরোধ কর্মসূচী পালন করছেন তাঁরা।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেট) সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মহাসড়ক অবরোধ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় কোটা বাতিলের ২০১৮ সালের পরিপত্র বহালের দাবি জানান। পাশাপাশি সরকারি চাকরিতে মেধা ভিত্তিক নিয়োগের দাবিও জানান তাঁরা। অন্যথায় তাদের এই চলমান আন্দোলন আরেও কঠোরভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

তৌহিদ সিয়াম নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল ৪ জুলাই কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি হবে। ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালসহ চার দফা দাবিতে আমরা দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছি। আমরা এ কোটা পদ্ধতি বাতিলের দাবি জানাচ্ছি।’

এর আগে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে জড়ো হন। পরে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।