যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় বাংলা‌২য় পত্রে ১,৪৩৫ অনুপস্থিত

যশোর প্রতিনিধি: মঙ্গলবার ২ জুলাই যশোর বোর্ডের অধীনে  অনুষ্ঠিতব্য এইচএসসি বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২)  বিষয় পরীক্ষায় ১,৪৩৫জন পরীক্ষা অনুপস্থিত ছিল। এ পরীক্ষায় ১০৬৪১২ পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করেন ১০৪৯৭৭ জন অংশ গ্রহন করেন। অর্থাৎ ১ হাজার ৪শ’ ৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত হয় বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শাহিন আহম্মদ নিশ্চিত করেছেন। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে খুলনা জেলায় ২৬৯জন,বাগেরহাট জেলা ৯৮জন,সাতক্ষীরায় ১৮২জন,কুষ্টিয়ায় ১৬৪জন,চুয়াডাঙা ১০২জন,মেহেরপুর জেলায় ৭৮ জন,যশোর জেলায় ১৮৮জন,নড়াইল জেলায় ৭১জন,ঝিনেদা জেলায় ২০৮জন ও  মাগুরা জেলায় ৭৫জন রয়েছে। তবে পরীক্ষায় বহিস্কারের ঘটনাসহ কোন অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি।