এসএসসি ও সমমান পরীক্ষার পাসের হার সবচেয়ে কম সিলেট শীর্ষে রয়েছে যশোর বোর্ড

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

ঢাকা অফিস: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর এ বছর নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। এছাড়া পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। এ বোর্ডে শতকরা ৭৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

রবিবার ফল প্রকাশের পর জানা যায়, যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ, ঢাকা বোর্ডে ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ এবং সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।
এদিন সকাল ১০টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।