মিয়ানমার থেকে পালিয়ে এলেন-২৪ জন,

বান্দরবান প্রতিনিধি: মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের জের ধরে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১১ সদস্য পালিয়ে এসেছে। এ নিয়ে শুক্রবার ১৯ এপ্রিল একদিনে নতুন করে আরও ২৪ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুক্রবার বিকেলে টেকনাফের ঝিমংখালীর সীমান্ত দিয়ে ৩ জন ও নাইক্ষ্যংছড়ির হাতিমারাঝিরি সীমান্ত দিয়ে ৮ জন নতুন করে আশ্রয় নিয়েছে।

এর আগে শুক্রবার ভোরে টেকনাফের নাফ নদীতে বিজিপির আরও ১৩ জন সদস্য এসে বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে।

এ নিয়ে শুক্রবার আসা ২৪ জন সহ মোট =২৮৫ জন বিজিবি’র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধীনে আশ্রয়রত রয়েছেন। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন