যশোরে অটো রিকশা চালককে ছুরিকাঘাত একজন গ্রেফতার

যশোর অফিস: যশোরে পূর্ব শত্রুতার কারনে অটো রিকশা চালক টগর (২২) কে গভীর রাতে গতিরোধ করে চুরিকাহত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার ১০ ফেব্রুয়ারী বিকেলে মামলাটি করেন,আহত টগরের পিতা যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলা বর্তমানে সদর উপজেলার রুপদিয়া সাহাপাড়া,সরকারী আবাসন এলাকার বাসিন্দা মৃত খন্দকার গোলাম রব্বানীর ছেলে খন্দকার আবু তাহের ওরফে মনি। মামলায় আসামী করেন, শহরের বারান্দীপাড়া ( মেঠোপুকুর পাড়া) এলাকার আবুল কালামের ছেলে আয়ান,পূর্ব বারান্দীপাড়া ( মোল্যাপাড়া টাওয়ার মোড়ে জনৈক রঞ্জুর বাড়ির ভাড়াটিয়া আরিফ হোসেনের ছেলে শাহিন, বারান্দীপাড়া ( মেঠোপুকুর পাড়া) এলাকার আবুল কালামের স্ত্রী ফাতেমাসহ অজ্ঞাতনামা ২/৩জন। পুলিশ মামলার এজাহার নামীয় আসামী ফাতেমাকে গ্রেফতার করে বিকেলে আদালতে সোপর্দ করেছে।

মামলায় বাদি উল্লেখ করেন,বাদির ছেলে টগর বারান্দীপাড়া  কলোনীতে স্বপরিবারের ভাড়া থাকে এবং অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। আসামীরা বাদির ছেলের পূর্ব পরিচিত এবং আসামীদের সাথে বাদির ছেলের পুর্ব শত্রুতা রয়েছে বলে বাদি জানতে পেরেছেন। প্রতিদিনের ন্যায় বাদির ছেলে অটো রিকশা চালিয়ে তার ভাড়া বাসায় শুক্রবার দিবাগত গভীর রাত দেড়টায় যাওয়ার পথে বারান্দীপাড়া মেঠোপুকুর পাড়াস্থ আয়ানের বাড়ির পাশে তেঁতুল গাছতলা  রাস্তার উপর পৌছানো মাত্রই পূর্ব শত্রুতার জের ধওে উল্লেখিত আসামীসহ অজ্ঞাতনামা ২/৩জন আসামীরা বাদির ছেলে টগরের গতিরোধ করে পুর্ব পরিকল্পিতভাবে ফাতেমার হুকুমে সকল আসামীরা বাদির ছেলেকে এলোপাতাড়ী কিল,ঘুষি, ও লাথি মেওে মাটিতে ফেলে শরীরের বিভিন্নস্থানে নীলা ফোলা জখম করে। এক পর্যায় আয়ান ধারালো  চাকু দিয়ে বাদির ছেলে গলায় ও তলপেটের বাম পাশে আঘাত কওে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। উক্ত আঘাতের ফলে বাদির ছেলের পেটের ভুড়ি বের হয়ে যায়। শাহিন ধারারো চাকু দিয়ে আঘাত করে। ফাতেমা ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। বাদির ছেলের ডাক  চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন টগরকে রক্তাক্ত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা অবনতির জন্য উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাও করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহার নামীয় আসামী ফাতেমাকে গ্রেফতার করে শনিবার ১০ ফেব্রুয়ারী বিকেলে আদালতে সোর্পদ করে।#