যশোরে পুলিশের হাতে গাঁজা উদ্ধার নারীসহ গ্রেফতার-৩

যশোর প্রতিনিধি: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালি থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে  ১কেজি ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,শহরের চাঁচড়া রায়পাড়া আব্দুল খালেকের বাড়ির ভাড়াটিয়া মৃত আমিন উদ্দীনের মেয়ে ও হোসেন আলীর স্ত্রী জোহরা খাতুন ওরফে পুটি, একই বাড়ির মোকছেদ আলীর ছেলে ইকবাল হোসেন ও যশোর সদরের আরবপুর ইউনিয়নের রঘুরামপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবু গাজীর ছেলে জুয়েল গাজী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুক্রবার ১৯ জানুয়ারী রাতে মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে,ডিবি’র এসআই রইচ  আহম্মেদসহ একদল পুলিশ শুক্রবার ১৯ জানুয়ারী বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শহরের চাঁচড়া রায়পাড়া গ্রামের জনৈক আব্দুল খালেক হাওলাদারের বসত বাড়ির ২য় তলার পশ্চিম পাশের্^র কক্ষে জোহরা খাতুন ওরফে পুটির ঘরে অভিযান চালায়। এসময় তার ঘর হতে পুটি ও ইকবালকে গ্রেফতার করে। তাদের কাছে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করে।  জোহরা খাতুন ওরফে পুটির বিরুদ্ধে ৫টি মাদক মামলা ও ইকবালের বিরুদ্ধে একটি সাধারণ ডাইরী ভূক্ত রয়েছে। অপরদিকে,কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ শুক্রবার ১৯ জানুয়ারী রাত সোয়া ৮ টার সময় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার রঘুরামপুর গ্রামের জুয়েল গাজীর মুদি দোকানের সামনে থেকে জুয়েলকে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শনিবার ২০ জানুয়ারী দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।