যশোরের বাঘারপাড়ায় জমিজমা কলহের জেরে চারজন আহত

যশোর প্রতিনিধি 
যশোরের বাঘারপাড়ায় জমিজায়গাহ সংক্রান্ত জেরে চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে বাঘারপাড়া নাড়িকেলবাড়িয়ার পশ্চিমা গ্রামে। আহতরা হলেন ওই গ্রামের আব্দুল ওহাব বিশ্বাস (৭০), স্ত্রী সুর্ফিয়া বেগম (৫৫), ছেলে তরিকুল ইসলাম (৩৫) ও ছেলের স্ত্রী সাথী বেগম। এর মধ্যে আব্দুল ওহাব যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত আব্দুল ওহাব জানান, আপন ভাই বোনদেরদের সাথে জমি জায়গাহ নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই জেরে দুপুরে ভাই অহিদুর বিশ্বাস, তার স্ত্রী শিল্পি বেগম, ছেলে আল আমিন, মেয়ে আছিয়া বেগম ও বোন আখিরুন্নেসা মিলে তাকে কোদাল দিয়ে আঘাত করে। এসময় তার স্ত্রী ও ছেরে- বোউমা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আব্দুল ওহাবের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তার থুতনিতে জখম ও শরিরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।