যশোর আদালতের ভেতর থেকে টাইলস চুরির চেষ্টা থানায় মামলা

যশোর প্রতিনিধি 
যশোর জজ আদালতের ভেতর থেকে নিকুঞ্জ নামক একটি নির্মানাধীন স্থাপনার টাইলস চুরির চেষ্টা অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। জেলা জজ আদালতের নাজির বাবর আলী অজ্হাত আসামিদের নামে ওই মামলা করেন।
নাজির বাবর আলী এজাহারে উল্লেখ করেছেন, গত শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে একটি ইজিাবাইক জজ আদালতের প্রাচীর ঘেঁষে দাড়ায়। এরপর তিনজন ইজিবাইকের ভেতরে বসে থাকে। বাকি ৫জন প্রাচীর টপকে নির্মাণাধীন নিকুঞ্জের কাছে যায়। সেখানে রাখা টাইলস চুরির চেষ্টা করে। সে সময় দায়িত্বরত নৈশ প্রহরী শহিদুল ইসলাম এগিয়ে আসলে তাকে অজ্ঞাত চোর বা চোরচক্র হুমকি দেয়। সে সময় তিনি চিৎকার দিলে আরেক নৈশ প্রহরী হাফিজুর রহমান এগিয়ে আসলে চোরচক্র পালিয়ে যায়। এই ঘটনায় শনিবার থানায় মামলা হয়েছে।