যশোরে গভীর রাতে গরু চুরির ঘটনায়  মামলা গরুসহ চোর মনিরামপুরে গ্রেফতার

যশোরে প্রতিনিধি
রাজু হোসেন (৩০) নামে এক পেশাদার চোর যশোর সদরের সিরাজ সিংহা গ্রামের এক ব্যক্তির গরু চুরি করে মনিরামপুর থানাধীন ২নং কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের লোকজনে কাছে গরুসহ ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার ১৮ মে রাতে সদর উপজেলার  সিরাজ সিংহা দক্ষিণপাড়ার মৃত নবু সরদারের ছেলে আবু বক্কার ছিদ্দিক বাদি হয়ে গরু চোর রাজু হোসেনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন।রাজু হোসেন যশোরের মণিরামপুর থানার মথুরাপুর গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে। শুক্রবার রাজু হোসেনকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সোপর্দ করে।
মামলায় আবু বক্কার ছিদ্দিক উল্লেখ করেন, আসামী রাজু হোসেন একজন পেশাদার চোর। রাতের আধারে গরু চুরি করে বেড়ায়। গত ১৭ মে রাত সাড়ে ১১ টায় বাদি তার ঘরের সামনে গোয়ালঘরে তিনটি গরু খাবার দিয়ে ঘরে যেয়ে শুয়ে পড়েন। পরের দিন বৃহস্পতিবার ১৮ মে ভোর ৪ টায় বাদি ফজরের নামাজ পড়তে উঠে গোয়ালঘরে যেয়ে দেখেন তার লাল রংয়ের গাভী গরু যার মূল্য ৬৫ হাজার টাকার গাভী গরুটি নেই। উক্ত সময়ের মধ্যে চোর রাজু হোসেন গরুটি কৌশলে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদি তার গরুটি খোজাখুঁজির করাকালে জানতে পারেন,মণিরামপুর  থানাধীন ২নং কাশিনগর ইউনিয়নের  নাদড়া গ্রামে কতিপয় লোকজন গরুসহ চোরকে ধৃত করেছে। উক্ত সংবাদ পেয়ে বাদিসহ লোকজন উক্ত গ্রামে যেয়ে বাদি তার গরুটি দেখে সনাক্ত করেন। উত্তেজিত জনতা গরু চোর রাজু হোসেনকে মারপিট করে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লোকজনের সামনে গরুটি জব্দ করেন। চোর রাজু হোসেনকে জিজ্ঞাসাবাদে সে গরু চুরি করে বলে স্বীকার করেন। রাজু হোসেন জনগন কর্তৃক মারপিটে শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে বাদি উপস্থিত লোকজনের সহায়তায় চোর রাজু হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে থানায় মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা গরু চোর রাজু হোসেনকে শুক্রবার আদালতে সোপর্দ করে। #