যশোরে‘শয়তানের নিশ্বাস’ প্রতারক চক্রের এক সদস্য রিমান্ডে

যশোর প্রতিনিধি  যশোরে ডেভিল ব্রেথ বা শয়তানের নিশ্বাস দিয়ে প্রতারক চক্রের প্রধান হোতা ইরানের
তেহরান গহরদস্ত গ্রামের নাদেব মাহাবুবীর ছেলে খালেদ মাহবুবীবের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম পুলিশের চাওয়া সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সাথে এ মামলার অপর তিন আসামি ইরানের তেহরানের লতিফ মাসুফির ছেলে ফারিবোরয মাসুফি, গোপালগঞ্জ জেলার ঘ্যানাসুর গ্রামরে সরোয়ার শেখের ছেলে খোরশেদ আলম ও বরিশাল জেলার গৌড়নদী উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবুর রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারে জালাল মোল্লার মার্কেটের শরিফুল ইসলামের মরিয়ম স্টোরের সামনে প্রাইভেটকার থামিয়ে নারিকেল তেল চান এ চক্রের সদস্যরা। এ সময় দোকান মালিক শরিফুলের বাবার সাথে তাদের একজনের সাথে হ্যান্ড-শেক করার পরই বিদেশী ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যান সে। যা বলে তাই শুনতে থাকেন শরিফুলের বাবা। এক পর্যায় দোকানে থাকা মোবাইল ব্যাংকিং এর নগদ প্রায় ছয় লাখ টাকা নিয়ে চম্পট দেয় প্রতারকরা। এঘটনায় মামলা পর ডিবি পুলিশ এ চক্রের পাঁচ সদস্যকে আটক করে ও খোয়া যায়া টাকা এবং প্রতারণায় ব্যবহৃত প্রাইভেটকারসহ বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করে। এ ঘটনায় চার আসামির সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বিচারক একজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। #