যশোর প্রতিনিধি
শহরের খালধার রোডস্থ আমিনিয়া আলীয়া মাদ্রাসা সংলগ্ন আমিনিয়া আলীয়া মাদ্রাসা জামে মসজিদের দক্ষিণ পাশের্^ অভিযান চালিয়ে দুইটি ধারালো বার্মিজ চাকুসহ অনুরাগ ইসলাম অপু (৩০) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার বাউলিয়া হামিদপুর বর্তমানে শহরের খালধার রোড নিকারী পাড়া ( অবুর আলীর বাড়ীর ভাড়াটিয়া) হাবিবুর রহমান ওরফে হবির ছেলে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ অপুকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছে।
সদর পুলিশ ফাঁড়ীর এসআই আল আমিন জানান, ১৯ মার্চ রাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের খালধার রোডস্থ যশোর আমিনিয়া আলীয়া মাদ্রাসার সংলগ্ন যশোর আমিনিয়া আলীয়া মাদ্রাসা জামে মসজিদের দক্ষিণ পাশের্^ মাটির রাস্তার উপর কতিপয় উঠতি বয়স্ক যুবকেরা নিজের ক্ষমতার দাপট দেখানোর জন্য আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৯ টায় ঘটনাস্থলে পৌছালে উল্লেখিত আসামী অনুরাগ ইসলাম অপু পালানোর চেষ্টাকালে পুলিশের একটি দল অপুকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী অজ্ঞাতনামা আসামীরা কৌশলে পালিয়ে যায়। এসময় অপুর ডান হাতে থাকা ১টি বার্মিজ চাকু ও প্যান্টের ডান পকেটে থাকা ১টি বার্মিজ চাকু উদ্ধার করে। #