যশোর অফিস: যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক মাসুদ হোসেন সরদার ওরফে মাসুদ রানা রামনগর গ্রামের মৃত দেলোয়ার সরদারের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান মঙ্গলবার ভোরে মাসুদ রানাকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে এ মামলার প্রধান আসামি তুষার এখনও ধরা ছোঁয়ার বাইরে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বিকেলে সিআইডির একটি টিম মাদকবিরোধী অভিযানে রাজারহাটে যায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুষার সরদারকে ২০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। পরে তুষারের অনুসারীরা এসে সিআইডি সদস্যদের ওপর হামলা চালায় এবং এক পর্যায়ে তুষারকে ছিনিয়ে নেয়। এতে সিআইডি সদস্যরা আহত হন। এ ঘটনায় সিআইডির পক্ষ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার তদন্তে উঠে আসে এ ঘটনার সঙ্গে মাসুদ রানার সম্পৃক্ততা। সিসি ক্যামেরা ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাঁকে সনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় মাসুদ রানাকে আটক করা হয়।
তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এর আগে এ ঘটনায় শাওন ও ইব্রাহিমকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মাসুদের নাম উঠে আসে। এছাড়া অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান