যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে মামলা

Share

যশোর অফিস: যশোরে স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ড. আতোয়ার রহমান মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহিন বালুজ।

আসামি শিহাব সিকদার (পিতা শাহাবুদ্দিন সিকদার) ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা এবং বর্তমানে যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকেন। মামলায় অভিযোগ করা হয়েছে, প্রেমের সম্পর্কের আড়ালে শিহাব বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন, পরবর্তীতে ভুক্তভোগী গর্ভবতী হলে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান এবং বিয়ে করতে অস্বীকার করে এলাকা ত্যাগ করেন।

Read more