যশোর অফিস: যশোর শহরের খড়কি এলাকায় জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সুজয় দাস এক যুবককে আটক করেছে সিআইডি পুলিশ। সুজয় শহরের বেজপাড়া এলাকার বিদ্যুৎ দাসের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশের পরিদর্শক তুষার কুমার মণ্ডল সোমবার দিবাগত রাতে বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করেন। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলর অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৪ নভেম্বর সন্ধ্যায় জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় দায়ের করা মামলাটি প্রথমে থানা পুলিশ পরে ডিবি তদন্তের দায়িত্ব পায়। শহরতলীর খোলাডাঙ্গা গাজীরহাট বাজার থেকে প্রথমে সন্দেহভাজন দুই আসামি সাদমান রহমান ও আল-আমিন হোসেনকে আটক করা হয়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অপর জড়িত তিনজনের নাম প্রকাশ করেন। তারা হলেন রায়হান আহমেদ, আবদুর রহমান সাগর এবং রিয়াদ হাসান। মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই মফিজুল ৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করেন। একই সাথে আটক ব্যক্তিরা হত্যার সাথে জড়িত আরও কিছু কিশোর গ্যাং সদস্যের সম্পৃক্ততার তথ্য দেয় তারা। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি পুলিশ। পূর্বে আটক আসামিদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে হত্যার সাথে জড়িত সন্দেহে সুজয় দাসকে আটক করেন তন্তকারী কর্মকর্তা।