যশোর প্রতিনিধি
“এক, অভিন্ন ও পাশাপাশি- যশোর ৮৮” এই স্লোগানকে সামনে রেখে ১৯৮৮ সালে এসএসসি পাস যশোরের বন্ধুদের সংগঠন যশোর ৮৮ এর আয়োজনে গতকাল শুক্রবার পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেএস গার্ডেনে দিনভর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পারিবারিক মিলনমেলা উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্য ছিল প্রীতিভোজ, শিশুদের ক্রীড়া অনুষ্ঠান, বন্ধুদের স্ত্রীদের খেলাধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া বন্ধুদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে অনুষ্ঠিত হয় প্রীতির রাফেল ড্র। রাফেল ড্র তে প্রথম পুরস্কার পান যশোর ৮৮ এর বন্ধু সাংবাদিক মজনুর রহমান। রেফেল ড্রতে মোট ১০ টি পুরস্কারের ব্যবস্থা করা হয়।
মিলন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোকসেদ আলী মুনলাইট বলেন, জীবন ও জীবিকার ব্যস্ততার মাঝে বন্ধুদের ও তাদের স্বজনদের সঙ্গে আমাদের অন্তত একটি দিনের জন্য এই মিলনমেলা বন্ধুত্বের বন্ধনকে আরো অটুট করবে। অনুষ্ঠানে নানাভাবে যারা সহায়তা করেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।