যশোরে ঋণ শোধের পরও চেক ফেরত না দেওয়ায় সংবাদ সম্মেলন

Share

যশোর অফিস: ঋণ পরিশোধের পরও এনজিও কর্মকর্তারা চেক ফেরত দিচ্ছে না—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা মোছাঃ খাদিজা বেগম।

রবিবার (১৪ সেপ্টেম্বর) যশোর প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, বিদেশে সন্তানদের পাঠানোর জন্য তিনি সাতক্ষীরার নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) বাগআঁচড়া শাখা থেকে বিভিন্ন সময়ে ঋণ নেন। ঋণের বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তার হিসাব থেকে ছয়টি স্বাক্ষরিত ফাঁকা চেক জামানত হিসেবে শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলামকে প্রদান করেন।

খাদিজা বেগম অভিযোগ করেন, ঋণ সম্পূর্ণ পরিশোধের পরও ওই চেকগুলো ফেরত দেওয়া হয়নি। বরং বিভিন্নভাবে কালক্ষেপণ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। পরে চেক ফেরতের দাবিতে তিনি ঝিকরগাছা আমলী আদালতে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলা (জি.আর নং-৮২৩/২৫) দায়ের করেন।

এছাড়া তিনি জানান, বেয়াইন রেজিনা খাতুন বিদেশে পাঠানোর নামে ৫৮ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করে চেক প্রদান করেন। কিন্তু উক্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করলে “পেমেন্ট স্টপড বাই ড্রয়ার” মর্মে ডিজঅনার হয়। এ ঘটনায় তিনি আরও একটি মামলা (জি.আর নং-৫৯৪/২৫) করেছেন।

সংবাদ সম্মেলনে খাদিজা বেগম অভিযুক্তদের কাছ থেকে চেক ফেরত ও পাওনা টাকা আদায়ে প্রশাসন ও আইনি সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে তার স্বামী আব্দুর রহমানসহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।

Read more