যশোরে ককটেল বিস্ফোরণে আহত এক ব্যক্তি

Share

যশোর অফিস: যশোরের শার্শা উপজেলায় ককটেল বহনকালে বিস্ফোরণে শামছুদ্দিন মোল্লা (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,শামছুদ্দিন মোল্লা ব্যাগে কয়েকটি ককটেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথে একই গ্রামের তোতার বাড়ির সামনে ইটের রাস্তার ওপর একটি ককটেল পড়ে বিস্ফোরিত হলে তিনি রক্তাক্ত জখম হন। পরে ঘটনাস্থলে আলামত নষ্টের উদ্দেশ্যে গোবর-পানি দিয়ে বিস্ফোরণের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়। আহত শামছুদ্দিন বর্তমানে অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এদিকে স্থানীয়দের দাবি, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু গ্রুপ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের ককটেল মজুদ করা হচ্ছিল।

Read more