যশোর প্রতিনিধি
যশোর জেলা সাহিত্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহনাজ সামাদ বলেছেন, বাংলার শিল্প-সাহিত্যের আবহমানকাল থেকে ঐতিহাসিকতা রয়েছে। সহিত্য চর্চা জীবন প্রবাহ বেগমান করে। জ্ঞানের গভীরতা সমৃদ্ধ করে। শিল্প-সাহিত্য চর্চা জীবন প্রবাহ থাকতে হবে। শিল্প সাহিত্য চর্চার মাধ্যমে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ২১ শের ইতিহাসকে ফুটিয়ে তুলতে হবে। স্বাধীন বাংলায় সাহিত্য চর্চা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যথেষ্ট প্রভাব রয়েছে। তিনি ছিলেন কবি, সাহিত্যিক, শিল্পী, প্রাবন্ধিকদের উৎসহদাতা।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে যশোর টাউনহল মাঠে দুইদিনব্যাপী সাহিত্যমেলায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। সাহিত্যমেলায় জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মনি হায়দার।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দান ও সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজের সঞ্চলনায় বক্তব্য রাখেন লেখক ও গীতিকার রফিকুজ্জামান, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, বীর মুক্তিযোদ্ধা মুজারুল ইসলাম মন্টু, তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কবি মোমিন উদ্দিন, এম এম কলেজের সহকারি অধ্যক্ষ শাহজান কবীর, সাংবাদিক সাজেদ রহমান বকুল, মনিরুল ইসলাম, কবি মাসুম আজাদ প্রমুখ।