যশোর অফিস: যশোরের ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে আসাদুজ্জামান (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া উপজেলার শাকদাহ গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আসাদুজ্জামান ২০১২ সালে নড়াইল জেলায় ১৮০ পিস ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে জামিনে বেরিয়ে আসার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শামিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি তার শ্বশুরবাড়ি শাকদাহ গ্রামে অবস্থান করছে। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আটক আসামীকে আদালতের নির্দেশনা অনুযায়ী যশোর কোর্টে সোপর্দ করা হবে।