যশোরে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

Share

যশোর অফিস: হেযবুত তওহীদের যশোর জেলা শাখার উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে আয়োজিত এ সভায় জেলার সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. রেজাউল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ এবং সঞ্চালনা করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলন।

মূল প্রবন্ধে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি; বরং সংঘাত সৃষ্টি করেছে। কেবল আল্লাহর জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। তিনি আরও বলেন, ইসলামী জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে গণমাধ্যম প্রকৃত স্বাধীনতা ভোগ করবে, তবে মিথ্যা, গুজব বা পরনিন্দা প্রচার করা যাবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ ও খুলনা বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ মেহেদী প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ জাতীয় সংসদের সংবিধান সংস্কার কমিশনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ বিষয়ে লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকে সংগঠনটি সারাদেশে সভা, সমাবেশ ও সেমিনারের মাধ্যমে এ প্রস্তাবনা প্রচার করছে।এ

Read more