যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় নড়াইল স্টার পরিবহন ও বাঁশ বোঝাই ট্রাকে ধাক্কা দিলে বাসের সামনের গ্লাস ভেঙ্গে দুই জন নিহত হয়েছে। ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহতরা হলেন আঙ্গাত নামা একজন। ও এইচ এম জাফর আলী খান (৪৫) নিহত হয়েছে। ও উপ-পরিদর্শক (এসআই) নিক্কন অঢ্য (৩৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে এগারোটার দিকে যশোর-নড়াইল সড়কের ভাঙ্গুরা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এইচ এম জাফর আলী খান (৪৫) যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে। ও
আহত পুলিশ সদস্য হলেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্তের ছেলে। ও নড়াইল জেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন।
হাসপাতাল সূত্রে স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি ঢাকা থেকে নড়াইল এক্সপ্রেস পরিবহন যোগে বাড়ি ফেরার পথে ও আহত পুলিশ সদস্য সাক্ষী শেষ করে মুন্সিগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে আসার পথে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরা ব্রীজ এলাকায় পৌছালে সামনে দাড়িয়ে থাকা একটি বাঁশ বোঝাই ট্রাকে ধাক্কা দিলে পরিবহনের সামনের গ্লাস ভেঙ্গে বাঁশ নিহত আহতদের শরিলের ভিতরে ঢুকে যায়। এসময় তারা গুরুতর আহত হলে স্থানীয় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।