যশোরে কীটনাশক খাওয়ায়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Share

যশোর অফিস 
যশোরের চট্টগ্রাম আনোয়ার উপজেলার উত্তর বন্দর গ্রামের যুবক পারভেজ আলীকে মারপিট করে জোরপূর্বক কীটনাশক খাওয়ায়ে হত্যার চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার পারভেজের মা পারভীন আক্তার বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলো, যশোর শহরের নীলগঞ্জ তঁাতীপাড়ার নাহিদ, একই এলাকার ভাড়াটিয়া মাদাদরীপুর রাজৈর থানার পশ্চিম কৃষ্ণপুর গ্রামের হাবিবুর রহমানের চেলে জুয়েল শিকদার,একই এলাকার লুৎফর রহমান ও তার স্ত্রী রাশিদা বেগম এবং মেয়ে চঁাদনী আক্তার লতা।
মামলার অভিযোগে জানা গেছে, পারভেজ আলী চট্টগ্রামের একটি জিম সেন্টারে চাকরি করেন। চঁাদনী আক্তার লতা যশোর সিটি কলেজে লেখাপাড়া করেন। পারভেজের সাথে চঁাদনীর ফেসবুকের মাধ্যমে পরিচয় ও প্রেম। চলতি বছরের ২০ এপ্রিল চঁাদনী চট্টগামে যেয়ে পারভেজের সাথে দেখা করেন এবং বিয়ে করেন। এ ঘটনায় চঁাদনীর মা মেয়েকে অপহরণের অভিযোগে ২৩ এপ্রিল পারভেজকে আসামি করে কোতয়াল থানায় মামলা করেন। এ মামলায় পারভেজ গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেয়ে বাড়ি যায়। এরপর সুচতুর আসামিরা পারভেজকে জামাই হিসেবে মেনে নেয়ার অঙ্গীকার দিয়ে যশোরে আসার অনুরোধ করেন। পারভেজ আসামিদের কথায় বিশ্বাস করে গত ৩০ আগস্ট আসামি জুয়েল শিকদারের যশোরের বাসায় নিয়ে আসেন। এ দিন আসামিরা জুয়েলকে মারপিট করে গুরুতর জখম ও জোর করে কীটনাশক খাওয়ায়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনা স্থানীয় লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পারভেজের বাড়ির লোকজন সংবাদ পেয়ে যশোর এসে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। পরবর্তীতে এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কতৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Read more