ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ

Share

যশোর অফিস 
যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবীর হোসেন জনির বিরুদ্ধে চেম্বারের ভাড়া পরিশোধ না করায় সমিতিতে অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার যশোর উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ সমিতিতে এ অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করে কবীর হোসেন জনিকে শো-কজ করা হয়েছে। বিষয়টি সমিতির অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগে বলা হয়েছে, যশোর শহরের দড়াটানাস্থ মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের দ্বিতীয়তলার একটি কক্ষের মালিক অধ্যক্ষ হারুন অর রশিদ। এ কক্ষটি অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনিকে ভাড়া নিয়ে চেম্বার করে ব্যবহার করছেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসে সাড়ে ১২শ’ টাকা ঘর ভাড়া এবং ২শ’৫০ টাকা বিদ্যুৎ বিল বাবদ নির্ধারন করা হয়। অ্যাডভোকেট জনি গত মোট ১৫শ’ টাকা হারে মোট দুই বছর ২৫ মাসের ভাড়া ও বিদ্যুৎ বিল না দিয়ে ঘোরচ্ছেন। মোমিননগর শিল্প ইউনিয়ন লিমিটেডের কর্মচারিরা ভাড়ার টাকা আনতে গেলে আজনা কাল বলে কালক্ষেপন করেন জনি। এমনকি কক্ষের মালিক অধ্যক্ষ হারুন অর রশিদ নিজে গেলে জনি তাকে ধমক দিয়ে ফিরেয়ে ফিরিয়ে দেন। ভাড়ার টাকা আদায়ে ব্যর্থ হয়ে অধ্যক্ষ হারুন অর রশীদ সমিতিতে এ অভিযোগ দিয়েছেন।

Read more