যশোর অফিস
যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই আসামি সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়ন।
বুধবার দিনব্যাপী যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল বিওপি,বেনাপোল আইসিপি, বর্ণি বিশেষ ক্যাম্প এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল, মোবাইল ফোন, শাড়ি, কম্বল, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার ঔষধ, পাতার বিড়ি, খৈনি ও কসমেটিকস সামগ্রী জব্দ করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। তিনি জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি সফলভাবে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করছে।
অধিনায়ক আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।