যশোর প্রতিনিধি: যশোরে এবার ৬ থেকে ১১ মাস বয়সের ৩৭ হাজার ৩শ’ ৯৪ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২লাখ ৮৭হাজার ৫শ’ ৫২ জন শিশুর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ জুন শুরু হয়ে সরকারি ছুটির দিন বাদে ক্যাপসুল খাওয়ানোর কাজ চলবে ১৯ জুন পর্যন্ত। সকাল ৯ টায় যশোর শিশু হাসপাতালে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। প্রতিদিন দুপুর ২ টা পর্যন্ত কার্যক্রম চলবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য প্রকাশ করেছেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসিম ফেরদৌস প্রমুখ। কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। সিভিল সার্জন জানান, এবার যশোর জেলার ৮ টি স্থায়ী কেন্দ্র (হাসপাতাল) ও ২ হাজার ২শ’৮০ টি অস্থায়ী কেন্দ্রে (ইপিআই) ৩ লাখ ২৪ হাজার ৯শ’৪৬ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।