নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন প্রধানের মৃত্যুর ঘটনায় শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকাসহ সব জেলা ও মহানগরে এ কর্মসূচি পালন হবে।
বৃহস্পতিবার বিকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ছিল, শুক্রবার ঢাকাসহ সব জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা এবং জুমার নামাজের পর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সব জেলা ও মহানগরে গায়েবানা জানাজা।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে শাওন (২০) নামে এক যুবদল কর্মী নিহত হন।