যশোরের কেশবপুরে মোটরসাইকেলে দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

যশোর প্রতিনিধি : কেশবপুর উপজেলার পাথরা দাখিল মাদরাসার সামনে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত কাপড় ব্যবসায়ী আকবর হোসেন (৫৫) খুলনার ডুমুরিয়া উপজেলার খলসি গ্রামের আবুল কাসেমের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা মোটর সাইকেল চালক মণিরামপুর উপজেলার মোহরনপুর গ্রামের গোবিন্দ চন্দ্র মন্ডলের ছেলে নিখিল চন্দ্র মন্ডল ও তার সঙ্গী সাতক্ষীরার তালা উপজেলার কপিলমুনি কাশিমনগর গ্রামের বাসুদেব রায়ের ছেলে প্রান্ত রায়কে (২৫) আটক করে পুলিশে দিয়েছে ।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে কেশবপুর-গৌরেঘোনা সড়কে পাথরা দাখিল মাদাসার পার্শে কেশবপুর গামী মোটর সাইকেল ও চুকনগর গামী ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এ কাপড় ব্যবসায়ী আকবর হোসেন (৫৫) ও একই গ্রামের সাদ আলীর পুত্র আবুবক্কর (৪৫) মারাত্মক আহত হয়। এলাকাবাসি আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে পৌছানর পূর্বে রাস্তায় আকবর হোসেনের মৃত্যু হয়। মোটর সাইকেল চালক নিখিল চন্দ্র মন্ডল ও তার সহযোগী প্রান্ত রায়কে মোটর সাইকেলসহ পাথরা দাখিল মাদরাসায় আটক রেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কেশবপুর থানার পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।