যশোর শহরে পতিতালয়ে মাদক সেবন করে  জনশান্তি নষ্ট করার অভিযোগে দু’জন গ্রেফতার

যশোর প্রতিনিধি
শহরের কালীবাড়ি পাশে পতিতালয়ের মধ্যে মাদকদ্রব্য জাতীয় নেশা করে জনশান্তি নষ্ট করার অভিযোগে দুই মাতালের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় রোববার রাতে মামলা হয়েছে। মামলাটি করেছেন,যশোর সদর পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই এজাজুর রহমান। আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মাসুদ ও মণিরামপুর উপজেলার হানুয়ার রাজগঞ্জের পাশে লুৎফর গাজীর ছেলে ফয়সাল গাজী। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর উপজেলার এসআই এজাজুর রহমান জানান, রোববার ৩ জুলাই শহরের বড় বাজারে অবস্থানকালে খবর পান শহরের কালীবাড়ির পাশে পতিতালয়ের  তিন গলির মধ্যে দু’জন ব্যক্তি অবৈধ মাদক সেবন করে জনশান্তি নষ্ট করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে ফোর্স নিয়ে রোববার সন্ধ্যায় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাসুদ ও ফয়সাল গাজী কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে নিয়ে পরীক্ষা করা হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াবা সেবন করে লিখিত দেন। চিকিৎসক কর্তৃক চিকিৎসা ব্যবস্থা পত্রে ইয়াবা সেবন লেখায় এস আই বাদি হয়ে গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে মামলা করেন।